ট্যাবলেট ও নোটবুক আনছে অপো!

১১ নভেম্বর, ২০২০ ০২:২৪  
অপোর বিদ্যমান পণ্য তালিকায় রয়েছে স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ওয়্যারলেস ইয়ারফোন এবং স্মার্ট টেলিভিশন। তবে চীনের ডিজিটাল চ্যাট স্টেশন বলছে, আগামী বছরে অপো তাদের পোর্টফোলিওতে ট্যাবলেট এবং নোটবুক যুক্ত করতে যাচ্ছে। খবর জিএসএম এরিনা। সূত্রটি অপো ট্যাবলেট এবং নোটবুক উন্মোচনের কোনো টাইমলাইন উল্লেখ করেনি এবং পণ্যের বিবরণও অনুপস্থিত। তবে অপো ট্যাবলেট আনছে বিষয়টাই অধিক মজার হতে যাচ্ছে। অপো ট্যাবলেট আনছে আমরা হয়তোবা সেই পথে ওয়ানপ্লাস এবং রিয়েলমিকেও দেখতে পারবো! ডিবিটেক/বিএমটি